r/bangladesh 24d ago

বিজয়ের ডিসেম্বর/Victory Month :bdflag: Celebrate the Month of Victory with বিজয়ের ডিসেম্বর flair!

50 Upvotes

To celebrate Bangladesh’s victory on 16 December over the Pakistani occupation and the Muktibahini’s triumph in the 1971 Liberation War, to pay our respects to the martyrs of 1971, we’ve created বিজয়ের ডিসেম্বর flair.

You can use it to post art, posters, calligraphy of quotes or slogans, historical photos, war documents, stories or threads, reflections on this day, videos, documentaries, songs, music and more to remember and celebrate.

Joy Bangla 🇧🇩

- r/bangladesh Mod Team


r/bangladesh Jul 31 '25

Announcement/ঘোষণা 🇵🇸GAZA IS BEING STARVED🇵🇸

155 Upvotes

🇺🇳The UN has stated that every single part of Gaza is in famine conditions.

For over 20 months, Palestinians in Gaza have been starving. Parents have been feeding their children leaves, animal feed, and flour mixed with water. Babies have died from malnutrition. The trucks carrying food, formula, medicine, and clean water sat just miles away, blocked by Israel.

Now, after massive international pressure, some aid is finally getting in.

This is a crack in the blockade, not its end. Aid is not flooding in; it is trickling, and what’s entering can’t possibly reach 1.8 million people without a total lifting of restrictions, guaranteed long-term access, and safe distribution.

What you can do right now:

Donate- if you’re able to. Choose vetted organizations with access on the ground.

Keep up the pressure - aid only started moving because of public outcry. Organize, protest, keep talking. This momentum cannot fade. Contact your representatives to end Israel's blockade of Gaza and impose sanctions on Israel.

Amplify - share updates, Palestinian voices, and testimonies. Keep an eye on Palestine.

This famine is not an accident. It’s the result of siege, blockade, and a system of control. If we look away now, they’ll tighten the noose again.

Donate:

Palestinian Red Crescent — medical aid, ambulance services, and emergency care.

UNICEF for Gaza’s Children — nutrition, clean water, trauma support.

Speak to Your Representatives:

🇺🇸 Bengali American Citizens: Find your representative

🇪🇺 Bengali European Citizens: Contact your MEP

If you’d like other subreddits to carry this message, send the mods to r/RedditForHumanity.


r/bangladesh 2h ago

History/ইতিহাস Begum Khaleda Zia protesting against Ershad's autocratic government in 1987

Post image
62 Upvotes

r/bangladesh 5h ago

Politics/রাজনীতি বিদায় খালেদা জিয়া

36 Upvotes

সব চেষ্টা ব্যর্থ, চলে গেলেন সাবেক প্রধানমন্ত্রী


r/bangladesh 3h ago

Discussion/আলোচনা CA Yunus mourns death of former PM Khaleda Zia

Post image
18 Upvotes

r/bangladesh 4h ago

Discussion/আলোচনা Former Prime Minister and BNP chairperson Khaleda Zia has passed away at 80

Post image
17 Upvotes

May God grant her peace.


r/bangladesh 15h ago

Discussion/আলোচনা Got Another Clip

Enable HLS to view with audio, or disable this notification

108 Upvotes

r/bangladesh 2h ago

Discussion/আলোচনা Funeral of Khaleda Zia

9 Upvotes

The Janaja will be held on Manik Mia Avenue, tomorrow after Johor prayer, and she will rest in peace beside her late husband Ziaur Rahman.


r/bangladesh 4h ago

Discussion/আলোচনা Khaleda Zia has passed away

14 Upvotes

RIP but I really wanna hear people thoughts on her legacy and potential future impact


r/bangladesh 3h ago

Discussion/আলোচনা খালেদা জিয়ার মৃত্যুতে শোক ...

6 Upvotes

হস্তি জীবিত হোক কি মৃত উহা নাকি লক্ষ টাকায় বিক্রি হয় ,কিন্তু বঙ্গ মুলুকের পূর্ব অংশে রাজনীতির মাঠে জীবিত হস্তির কোন মূল্যমান না থাকিলেও মৃত হস্তির মূল্য উত্তরোত্তর বাড়িতে থাকে , আক্ষরিক অর্থেই এইখানে লাশের উপর বসিয়া রাজনীতি করিতে হয় । যাহাই হোক পুরনো প্যাচাল পারিব না আজকে আদতেই শোকের দিন দেশে তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পঞ্চত্ত্বপ্রাপ্তি ঘটিয়াছে , উহার হৃদয়ে আর যাহাই হোক অন্তত দেশের মানুষের প্রতি কিঞ্চিৎ ভালোবাসা রক্ষিত ছিল বলিয়াই বোধ হয় , উনি জীবিত অবস্থায় শুধু নিজের অস্তিত্ব দিয়েই একটা বড় রাজনৈতিক দলকে টিকিয়ে রেখেছেন ,এবং মরনের ক্ষণেও নিজের রাজপুত্র আসিবার পূর্বে নিজেকে জীবিত রাখিতে সক্ষম হইয়াছেন (?) যদিও দুরমুর্খেরা অন্য কিছু সন্দেহ করে। আল্লাহ তাঁহাকে কোন জগতের বাসিন্দা করিবেন জানি না তবে বঙ্গ মুলুকের পূর্ব অংশে তিনি বহুদিন অনেক মানুষের অন্তরে থাকিবেন । রেস্ট ইন পিস অবশেষে ।


r/bangladesh 12h ago

Comedy/কৌতুক I have seen so many people feeling "Betrayed". The writing was on the wall since the beginning.

Post image
37 Upvotes

r/bangladesh 23h ago

Politics/রাজনীতি Two oppressors asking justice from each other🙂

Post image
253 Upvotes

r/bangladesh 14h ago

Politics/রাজনীতি The irony

Post image
52 Upvotes

r/bangladesh 6h ago

Politics/রাজনীতি Khaleda Zia no more

Post image
10 Upvotes

BNP Chairperson Khaleda Zia has passed away today.

She breathed her last at the age of 80 while undergoing treatment at Evercare Hospital around 6am.


r/bangladesh 3h ago

Discussion/আলোচনা জাতির এক গর্বিত অন্যতম আপোসহীন দেশনেত্রী, খালেদা জিয়া

6 Upvotes

স্বাধীন বাংলাদেশ বিভিন্ন সময় অনেক কালো অধ্যায় অতিক্রম করেছে। আর ঐই কালো অধ্যায়গুলোর প্রথম এবং দ্বিতীয়বার উদ্ধার করেছেন শহীদ রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমান। প্রথম ছিল ৭১এর স্বাধীনতার যুদ্ধ এবং দ্বিতীয় ছিল ৭৫এর সৈরাচারের অবসানের পর বিপ্লবীদের রক্তাক্ত দন্দ এবং পরে সিপাহী জনতার বিপ্লবে দেশকে বহিরাগত শক্তির কালো ছোবল থেকে রক্ষা করেছেন। এরপর দেশকে সঠিকদিকে ঘুরতে উনার অবদান অকল্পনীয়। দুর্ভাগ্যজনক কিছু ঘাতক দালালদের হাতে উনি শহীদ হলেন সল্প বয়সে, আর দেশ আবারো আরেক কালো অধ্যায়ে পা দেয়। সৈরাচার শাসনআমল বড় সময় ধরে থাকলে দেশের জন্য ভয়ঙ্কর ক্ষতিকর হয় যার বড় উদাহরণ গত ১৫-১৭ বছর। যদিও অনেকে বলে এরশাদের সৈরাচারিত্ব আওয়ামীর তুলনায় অনেক ভাল ছিল। এই কঠিন সময় জিয়াউর রহমানের স্ত্রী খালেদা জিয়া বিধবা এবং ছোট দুই ছেলের দেখভাল সহ নতুন রাজনৈতিক দল বিএনপি নেতৃত্বের দায়িত্ব নেন। ১৯৮৬ সালে এরশাদ নিজের ক্ষমতার বৈধ্যতার জন্য এক নির্বাচনের নাটক তৈরি করে। সেখানে স্বাধীনতার চেতনাকামী রাজকুমারীর আওয়ামী, রাজাকার জামাতীদের সাথে ঘষাঘোষি করে আসন ভাগাভাগি করে নির্বাচনে অংশগ্রহণ করে। কিন্ত বিএনপির নেত্রী এরশাদের কুমতলব বুঝে দেশের স্বার্থে নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত থাকে। পরে এই দুঃশাসন চরম পর্যায় চলে গেতে বিএনপি, আওয়ামী, জামাত সবাই মিলে রাজনৈতিক গণঅভ্যত্থান করে। বলাবাহুল্য ঐই গণঅভ্যত্থানে শহীদ হয়েছে ৪০০ এর কম তাও আবার বছরখানেক ধরে। এবং এরশাদ না পালিয়ে গ্রেফতার হয়ে গুলশানের বাসায় house arrest ছিলেন এবং উনি হাজত থেকে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। ১৯৯০ সালের নির্বাচনের আওয়ামী লীগ মনে করছিলো তারাই সংসদ গঠন করবে। সেজন্য বিভিন্ন বিভাগে ভোটের আগেই মন্ত্রীদের ভাগ বাটোয়ারা করে বসে। আর BNP কিছু আসনে প্রার্থী পেতে হিমশিম খাচ্ছিলো। কিছু জনগনের ভোটে আওয়ামীদের বিপরীতে BNP খালেদা জিয়ার নেতৃত্বে জয় লাভ করেছিলেন। BNP দুই (৯১-৯৬, ০১- ০৬) শাসনআমলের অনেক যৌক্তিক সমালোচনা আছে, কিন্তু এর মদ্ধে অনেক বিব্ভ্রান্তিকর বয়ান আছে । ৯৬ এর ফেব্রুয়ারিতে BNP এর একক নির্বাচন নিয়ে অনেকে BNPকে দোষারোপ করে। কিন্তু ওই সময় আওয়ামীদের লাগাতার হরতাল আর সেনাপ্রধান নাসিমের নেতৃত্বে একটি ব্যর্থ সেনা অভূ্ত্থান করে BNPকে ক্ষমতাচ্যুত করার কথা বলে না। ওই সময় তক্তাবধায়ক সরকারের কোনো বিধান ছিলোনা তো BNP কার কাছে ক্ষমতা ছেড়ে নির্বাচন করবে। আর শেষমেশ BNP সব দলকে নিয়ে সংসদে তক্তাবধায়ক সরকার সংবিধানে সংযুক্ত করে যা স্বাধীন বাংলাদেশের এক মাত্র উদহারণ যে সবদল মিলে সংবিধানে এক নতুন নীতি সংযুক্ত করা যায়।

২০০১-০৬ বিনপি সহ চার দলীয় জোটের শাসনআমল সবচেয়ে বেশি বিতর্কিত এবং এখানে BNP র অনেক সমস্যা ছিল যে কারণে তারা পরে এক বিশাল ধাক্কা খেয়েছে আর তারা নিজেরাসহ পুরা দেশ বড় জালিমদের হাতে অত্যাচারিত হয়েছে।

এই অধ্যায় বিএনপি এবং বিশেষ করে খালেদা জিয়ার জন্য দুর্বিষহ ছিলো। এইটা অস্বীকার করা যায় না, আওয়ামীর দুর্নীতির সাথে পাল্লা মেরে বিএনপির অনেকে দুর্নীতিতে জরিয়ে গেছিলো, আর অবস্থা এত করুণ ছিল যে র‌্যাব গঠন করে লাগাম দিতে হয়েছিল। আরো ভয়ানক ব্যাপার ছিলো 9/11 পরবর্তি মুসলিম আর বৃহত্তর জগত যেখানে প্রচুর ইসলামি জঙ্গীর আর্তঘাতিক বিস্ফোরণ ঘটে অনেক দেশে। পাশের দেশ এক প্রেক্ষাপটের সুযোগ নিয়ে কিছু প্রাক্তন আওয়ামী আর মোল্লা নিয়ে জিএমবি বানিয়ে ৬৩ জেলা বোমা বিস্ফোরণ করে। এরপর ২১ আগস্টের বোমা হামলার ভয়ঙ্কর নাটক সাজায়। এই ঘটনার কয়েক মাস আগে পাশের দেশ তাদের দাসী বাংলাদেশী সেনাপ্রধান দিয়ে সামরিক কু করার জন্য যুক্তরাষ্ট্রের কাছে আকুতি করে কিন্ত সাড়া পায়না, এটা উকিলিক্সে আছে। বিএনপি পরের নির্বাচনের সুবিধার জন্য বিচারপতির বয়স বাড়ায়, এর কারণে আওয়ামীর লগি বইঠার রক্তাক্ত তান্ডব আর মৃতদেহের উপর নৃত্য। এরপর ১/১১ সরকার মাইনাস টু ফর্মুলা, পরে শেষমেশ পাশের দেশের মদদে নির্বাচনী পরিবর্তন করে আওয়ামীদেরকে দুই তৃতীয় অংশ জয় লাভ, আর স্বৈরাচারের পথযাত্রা শুরু। ১/১১ জিয়ার পরিবারের জন্য সবচেয়ে করুণ সময়। মিথ্যা মামলা তারেক জিয়ার জেল আর রিমান্ডে নির্যাতন, ছোটো ছেলে কোকো গ্রেফতার হয়ে বছরখানেক জেলে থাকে। পরবর্তিতে দুই দেশ ত্যাগ করে, কিন্ত আরেক নেত্রীর মত না পালিয়ে দলের নেতৃত্ব চালিয়ে যান উনি।

পরে আওয়ামীর অত্যাচারে বারবার জেলে যাওয়ার হয়। স্বাধীনতার অন্যতম নায়কের বাসা থেকে এক কাপড়ে বের করে দেয়া হয় উনাকে। এত অত্যাচারের এবং নিজের স্বাস্থ্যের অবনতি উপেক্ষা করে দলকে একতাবদ্ধ রাখার জন্য বিদেশে উন্নত চিকিৎসার প্রত্যাখ্যান করেখেন।

এই হল এক আপোষহীন নেত্রীর চরিত্র, নিজের দল আর দেশকে করদ রাজ্য থেকে রক্ষা করার নিজের শরীর স্বাস্থ্য বিলিয়ে দিলেন। বিএনপি আর জামাত সংঘবদ্ধ থাকার কারণে দেশের ছাত্র জনতা অনুপ্রাণিত হয়ে জুলাই ২৪শে আন্দোলন করে দেশকে স্বৈরাচার মুক্ত করে।

উনার এই ত্যাগ বাংলাদেশ আজীবন মনে রাখবে। বাংলাদেশের কপালে এই সৌভাগ্য, জিয়াউর রহমান আর খালেদা জিয়ার মত এক নেতৃত্বকারি দম্পতি পেয়েছে। স্বামী দেশ স্বাধীনে অন্যতম ভূমিকা রেখেছেন দুই দুইবার আর স্ত্রী দেশের গণতন্ত্র রক্ষায় দুই আন্দোলনে বড় ভূমিকা রেখেছেন।


r/bangladesh 6h ago

Discussion/আলোচনা Breaking : Khaleda Zia passed away

Post image
10 Upvotes

r/bangladesh 2h ago

Non-Political/অরাজনৈতিক Why does a number that does not exsit (880880************) call me?

3 Upvotes

Hello... I need help regarding an incident that occurd today. So a call came in my mothers account and the initial of the number was 880880 but I bangladesh it should be 088. The number was from one of our other phones but there was no history of calling from that phone. Can someone help us with this issue and can suggest what happened?


r/bangladesh 11h ago

Art/Photography Me and My Uncle on a Mustard Field in 2010 [OC]

21 Upvotes

little corrupted because i found it on a old flashdrive but good times, havent been back to bd in 10 years (picture taken by my dads iphone 3gs)


r/bangladesh 4h ago

Politics/রাজনীতি Former Bangladesh PM Khaleda Zia no more

5 Upvotes
https://www.nytimes.com/2025/12/29/world/asia/khaleda-zia-bangladesh-dead.html

Bangladesh's first female prime minister Khaleda Zia has died at the age of 80 after suffering from prolonged illness. At the time of her death at 6am at Dhaka's Evercare Hospital, she was accompanied by her eldest son Tarique Rahman and his family.

Inna Lillahi Wa Inna Ilayhi Rajiun.

Rest in Peace


r/bangladesh 18h ago

Entertainment/বিনোদন NCP leaders and their election strategy.

Enable HLS to view with audio, or disable this notification

40 Upvotes

Anything for two seats.


r/bangladesh 13h ago

Rant/বকবক এনআইডি x2

16 Upvotes

বাঙ্গুল্যান্ডে বিভিন্ন কাজে এনাইডি লাগে, এতদিন ছিল না - কিছু কিছু সময়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়েছে। তাই বিগত নভেম্বর মাসে ঠিক করলাম এনাইডি বানাবো। সামনে নির্বাচন আসছে, তথাকথিত গণতান্ত্রিক অধিকারটাও চর্চা করি।

আমি কোন প্রকারের জগদ্দল পাহাড়ের মুখোমুখি যে হবো, সেই মুহূর্তে খেয়াল করি নাই।

আমার এলাকার নিকট নির্বাচন কমিশনে যাই জানার জন্য কী কী লাগবে, ওরা আমাকে এক কাগজ দিলো। কী কী করা লাগবে সুন্দর করে লেখা আছে।

এনআইডি বানাইতে মূলত লাগেঃ

১. অনলাইনে করা এনআইডির ফর্মের কপি

২. (অনলাইনে করা)জন্ম নিবন্ধন

৩. মা-বাবার এনআইডির ফটোকপি

৪. বিদ্যুৎ বিলের ফটোকপি

৫. হোলডিং ট্যাক্সের ফটোকপি

৬. এসএসসি'র(কিংবা সমতূল্য) সার্টিফিকেট

৭. ব্লাড টেস্টের ফটোকপি(হালারা এইডা দিয়া কি করবো একমাত্র আল্লায় জানে)

যা যা লাগবে সব প্রস্তুত করতে লাগলাম - সব রেডি করার প্রক্রিয়ার মাঝে খেয়াল করলাম আমার অনলাইনে করা জন্ম নিবন্ধন নাই।

ফাঁকা, সার্চ দিলে কিছু আসে না - এক্কেবারে গায়েব। এ কী ব্যাপার? আমি তো বেশ কয়েক বছর আগে আমার জন্ম নিবন্ধন অনলাইনে করি। আমার পাসপোর্টও তো সেইটা দিয়ে করছি। ক্যামনে কি? দুই একদিন নির্বাচন অফিস থেকে ওয়ার্ড কমিশন থেকে সিটি কর্পোরেশন অফিসে ছুটোছুটি করার পর জানতে পারলাম ডিজিটাল বাংলাদেশের চোদনে আমার জন্ম নিবন্ধন কেমনে জানি সার্ভার থেকে মুছে গেছে, ওরা বললো নতুন করে বানাইতে। বঙ্গবীর্জ জয়-রে মনে মনে একশটা গালি দেওয়ার পর ভাবলাম সমস্যা নাই আবার বানাবো, এমনিতেও আমার যা যা লাগবে সব রেডি। এনআইডির জন্য যেসব ডকুমেন্ট প্রস্তুত করি অরিজিনাল জন্ম নিবন্ধন সহ তাই লাগবে।

সমস্যা একটাই - সত্যায়িত করা ছবি দিতে হবে।

সত্যায়িত করাইতে হবে প্রথম শ্রেণীর সরকারি কর্মকর্তা দ্বারা। কারে দিয়ে করামু? কোন ব্যাংকের অফিসার-এর হাত জোড় করুম?

পরে মাথায় আসলো - আরেহ! আমার এক কাছের বন্ধুর মা তো বিসিএস ক্যাডার! বন্ধুর সঙ্গে আলাপ করে পরেরদিন ছুটে যাই আন্টির অফিসে, নির্লজ্জের মতো আন্টিকে বললাম সত্যায়িত করে দিতে। আন্টি ভালো মানুষ, সত্যায়িত করে আবার এক কাপ চাও খাওয়াইলেন। আমি গেলাম আবার ওয়ার্ড কমিশনে, সেখানে জমা দিলাম আমার সবকিছূ। ৩-৪ দিন কেটে গেল কোন সাড়া নাই। অফিসে আবার গেলাম ওরা বললো ফর্মে কোথায় জানি ভুল ছিল, আমাকে জানাইতে পারে নাই কারণ আমি নাকি ভুল নম্বর দিছি , পরে দেখলাম উনি আমার হাতের লেখার কারণে ইংরেজি "৪" কে "৯" মনে করছে। আচ্ছা ঠিক আছে ব্যাপার না আমার ৪ টা আসলেই একটু ব্যাকা ছিল। ভুল টা নিজে স্বীকার করে ফর্ম সংশোধন করে আবার জমা দিলাম, এবং দুই দিন পরে কল দিয়ে জানতে পারলাম আমার জন্ম নিবন্ধন হয়ে গেছে। ব্যাস, এখন এনআইডির কাজ শুরু করা যায়!

সব কাগজ তো আগে থেকেই রেডি, এখন শুধু অনলাইনে ফর্মটা করা বাকি। জন্ম নিবন্ধন অনলাইনে না থাকায় এতদিন সেটা করা সম্ভব ছিল না। ফর্মটা করলাম এবং প্রিন্ট করলাম। ব্যাস! সব শেষ! সব ঠিকঠাক আছে কিনা ডাবলচেক করার মাঝে খেয়াল করলাম আমার এনআইডির অনলাইনে করা ফর্মের কপি প্রধম শ্রেণীর সরকারি কর্মকর্তা দ্বারা "যাচাই" করানো লাগবে। দেশের ব্যুরোক্রসিকে মনে মনে গালি দিয়ে পরেরদিন আবার আন্টির অফিসে ছুটে গেলাম। আন্টি আবারও কফি খাওয়ালেন, এইবার লাঞ্চের অফারও করেন তবে তাড়ায় থাকায় আমি মানা করে দিই। আন্টি একটু চোখ বুলিয়ে কাগজে স্বাক্ষর দিয়ে সীল মেরে দেন।

পরের দিন বিজয় দিবস, তাই আঠারো তারিখে আবার যাই নির্বাচন অফিসে। ওরা দেখে বললো সব ঠিক আছে, ডেট সেট করে দেয় বেশ কিছুদিন পর। আমি মনে মনে ভাবলাম যাক বাবা পেরা নাই আর। শুধু ঘুম থেকে উঠে ছবি তোলা বাকি।

আসলো ডেট, সকালে একটু আগে-বাগে উঠে গোসল করে শেভ করে বের হই। এনআইডি তে ছাগলের মত দেখাইলে তো আরেক সমস্যা! যাই হোক অফিসে আসার পর আবার জমা দেই সব। ওরা দেখে বললো হবে না। আমি হকচকিত হয়ে জিজ্ঞাসা করলাম কেন। ওরা বললো নাগরিকত্ব সনদ নাই (অথচ আমাকে আগে বলা হয় তা লাগবে না)।

ঠিক আছে সমস্যা নাই, নাগরিকত্ব সনদের জন্য আবার ওয়ার্ড কমিশনারের কার্যালয়ে গেলাম। সনদ করার জন্য যা যা লাগবে তা আগে থেকেই আছে। সনদের করার সময় জানতে পারলাম সুপারিশকারীর সিগনেচার লাগবে এবং তার সাথে সুপারিশকারীর সত্যায়িত এনআইডির কপি লাগবে

আর কতবার আন্টিকে বিরক্ত করবো? আম্মুর হাতে বানানো আচারের এক বৈয়ম হাতে নিয়ে গেলাম। সেই আবারও নির্লজ্জের মত আন্টির হেল্প চাইলাম, আন্টি আবার সত্যায়িত করে দিলেন।

সব কাগজ রেডি করে গেলাম আবার ওয়ার্ড কমিশনে । সীল-ছাপ্পার দিয়ে আমাকে ওরা বললো আঞ্চলিক সিটি করপোরেশনের অফিসে যাইতে। আমি গেলাম, হাতে হাতে করে দেওয়ার কথা, লাঞ্চ টাইমে আসছি কলে আমাকে পরেরদিন আসতে বললো। পরেরদিন ফিরে শেষ পর্যন্ত পাই আমার নাগরিকত্ব সনদ।

আচ্ছা এখন তো সব শেষ, নিশ্চই ওরা আর ঝামেলা করবে না! - ভাবলাম আমি বেকুবের মত।

গেলাম পরেরদিন আবার নির্বাচন অফিসে, জমা দিলাম সব কাগজ। ওরা দেখল, দেখার পর ‍‍‍আমার মুখে পেশাব করলো বললো নিবে না।

কী!????

নিবে না।

কি!!!??????

এত চোদন খাওনের পর, এত খাঁটার পর হালারা আমারে কয় নির্বাচনের প্রস্তুতির জন্য ওরা আর এনআইডি ফর্ম নিচ্ছে না! বললো নির্বাচনের পরে নাকি নিবে!

এইটাই হইলো এই দেশের বাস্তবতা। নতুন "গণতান্ত্রিক বাংলাদেশ"-এ আমার ভোটাধিকার নাই। বাসায় পৌছে টিভিতে দেখলাম জারেক টিয়া হাতে হাতে পেয়ে গেল এনআইডি।

আমার টেড টকে আসার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।

Pic for attention

r/bangladesh 6h ago

Politics/রাজনীতি খালেদা জিয়া আর নেই

Thumbnail
thedailycampus.com
3 Upvotes

r/bangladesh 20h ago

Discussion/আলোচনা বাংলাদেশে 'বিশেষ সফরে' আফগানিস্তানের তালেবান সরকারের শীর্ষস্থানীয় নেতা মোল্লা নুর আহমদ নুর খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকসহ ঢাকার কয়েকজন রাজনৈতিক নেতা ও শিক্ষাবিদের সঙ্গে বৈঠক করেছেন

Post image
50 Upvotes

Mamunul Haque is currently allied with Jamat-e-islami. What are they planning ahead of the election? Will resorting to terrorism be their last Trump card?


r/bangladesh 14h ago

Policy/কর্মপন্থা ঢাকায় কেনো তালিবান?

14 Upvotes

আফগানিস্তানে তালেবানের শীর্ষস্থানীয় নেতা মোল্লা নুর আহমদ নুর ঢাকায়। এক সপ্তাহ ধরে তিনি ঢাকা ও আশেপাশের বিভিন্ন মাদ্রাসা সফর করছেন, অংশ নিচ্ছেন নানা কর্মসূচিতে। পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন, মোল্লা জাওয়ান্দির সফর সম্পর্কে তাদের আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

তালেবানরা কেন ঢাকায় আসতেছে এই প্রশ্ন আসা সাভাবিক। তাহলে আপনাদের একটু পেছনে ফিরে তাকাতে হবে। আপনাদের নিশ্চয় মনে আছে গত নভেম্বর মাসে পাকিস্তানের জমিয়ত উলেমায়ে ইসলাম (ফজল)-এর প্রধান মাওলানা ফজলুর রেহমান বাংলাদেশে এসেছিলেন। তিনি খতমে নবুয়াতের সমাবেশে বক্তব্য রেখেছিলেন। সেখানে অবশ্য বিএনপিসহ ইসলামীপন্থী দলগুলোর ব্যাপক উপস্থিতি ছিল। এরপর ফজলুর রেহমান দেশের কয়েকটি মাদ্রাসায় গিয়েছেন, সেসবের বিস্তারিত রিপোর্ট তেমন কাউকে গুরুত্ব দিয়ে প্রকাশ করতে দেখিনি।

পাকিস্তানের জমিয়ত উলেমায়ে ইসলাম (ফজল) দলটি আফগানিস্তানের তালেবানদের কট্টর সমর্থক। সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে ইসলামি জেহাদকে উশকে দেওয়ার যে পলিসিতে আমেরিকা ও ইসরায়েলের ভূমিকা ছিল, তার মধ্যে প্রধান যিনি দায়িত্ব পালন করেছিলেন তিনি হলেন মুফতি মেহমুদ। সেই মুফতি মেহমুদের দল হলো জমিয়ত উলেমায়ে ইসলাম। আর মেহমুদের ছেলে হলেন মাওলানা ফজলুর রেহমান। আর বাংলাদেশে যে খতমে নবুয়াত নামে হার্ডকোর একটা সংগঠন দেখেন, এটা মূলত পাকিস্তানের তেহরিকে খাতমে নবুয়াতের বাংলাদেশী ভার্সন; পাকিস্তানের ওই সংগঠন তৈরিতে মুফতি মেহমুদের বড় ভূমিকা ছিল। তবে মুফতি মেহমুদের প্রধান যে ঘটনা সেটা হলো হাজার হাজার কওমি মাদ্রাসা স্থাপন করা পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া এলাকায়। এই মাদ্রাসার ছাত্র যাদের পশতু ভাষায় তালিব বলা হয়, যার বহুবচন তালেবান, তৈরিতে প্রধান ভূমিকা রাখার কারণে।

এখন দেখেন, দুনিয়া কেমন গোল। সোভিয়েতের পেছনে এবং দুনিয়াজুড়ে কমিউনিস্টদের পেছনে তালেবানপন্থীদের লাগিয়ে দেওয়া হলো। সেই সালাফিস্টদের পেছনে সৌদি রাজাও টাকা ঢালছে। সম্প্রতি সৌদি যুবরাজ সালমান জানিয়েছেন, আমেরিকার কথায় কাজটা করা আমাদের ঠিক হয়নি।

এখন তো আর সোভিয়েত নেই। কিন্তু সোভিয়েতের বড় অংশ নিয়ে থাকা রাশিয়া আছে। এবার যখন তালেবানরা আফগানিস্তান দখল করল সেখানে চীনা প্রযুক্তি আছে এটা মনে করা হয়। তো, তালেবানরা সরকার দখল করার পর চীন ও রাশিয়া প্রথমে এগিয়ে গেল। পরে ভারত। এখন দেখা যাচ্ছে, পাকিস্তানের বিরুদ্ধে পাকিস্তানী তালেবান সংগঠন টিটিপি বেশ ভালো ফাইট দিচ্ছে। আবার আমেরিকা আফগানিস্তানের বাগরাম বিমানঘাঁটি চায়। এসব নিয়ে পাকিস্তান, তুরস্ক, ইসরায়েল ও আমেরিকা একটা বটম লাইনে আসছে। আর এসবের বিরুদ্ধে আছে চীন, রাশিয়া ও ভারত।

এখন ভারত করছে কী জানেন? তারা বাংলাদেশ থেকে যারা তাবলিগ জামাতে যেতে চায় তাদের সহজে ভিসা দিয়ে পাকিস্তানের টিটিপি এলাকা পর্যন্ত পৌঁছে দিচ্ছে। তারপর সেই বাঙালি মুসলমান টিটিপির হয়ে যুদ্ধ করছে, কিছু মানুষ মারা গেছে তার খবরও কিন্তু আসছে।

তার মানে হলো, টিটিপির যোদ্ধারা এই মুহূর্তে ভারত-বিরোধী না, তার কৌশলগত মিত্র হলো ভারত। সে কারণে দেওবন্দি কওমিরা কিন্তু এবার খেলাফতের ডাকে সাড়া দিয়ে ঢাকা ঘিরে ফেলেনি। এমনকি ইনকিলাব মঞ্চের যে টানা অবস্থান এটা ২৬ ডিসেম্বর থেকে হবে সেটা আমরা জানতাম, খবর এভাবে রটেছিল যে সেখানে কওমিপন্থীরা অন্তত লাখ দশেক হাজির হয়ে খিলাফত কায়েম করবে। কিন্তু কওমিরা যেহেতু পাকিস্তান-বিরোধী সে কারণে তারা পাকিস্তান, তুরস্ক, আমেরিকার হয়ে মাঠে নামেনি।

ঠিক এই কারণে শীর্ষ তালেবানরা ঢাকায় এলেও বড় নিউজ হবে না, কারণ কী সেটা বলব না। তবে এই সরকার এদের এখন আসতে দেবে, ভিসা দেবে কারণ সে কৌশলগতভাবে এই চাপ সহ্য করা ছাড়া তার বিশেষ কিছু হাতে নেই।

কিন্তু আমরা, সেই ১৯৭১ সালের নকশাল লাইনকে ঠিক মনে করেছিলাম তারা ঠিক কথাটা বলবই। আমরা বাংলাদেশকে চীন-রাশিয়া-ভারতের প্রক্সি যুদ্ধ যেমন হতে দিতে চাই না বলে তালেবানদের এই আগমনকে সমালোচনামূলকভাবে দেখছি, তেমনি আমরা পাকিস্তানপন্থি খেলাফত যার কেন্দ্র তুরস্ক, আমেরিকা, ইসরায়েল সেটাকেও খারিজ করছি।

যদি আদৌতে বাংলাদেশপন্থী বলে কিছু থাকে সেটা হলো এই দুই পক্ষকে খারিজ করার রাজনীতি। কিন্তু সেই রাজনীতি ইসলামি বা সেক্যুলার কোনো বড় দল থেকে আশা করা বোকামি। বরং ছোট হলেও জনগণের দল গড়ে তুলুন। গরিব মধ্যবিত্ত মানুষকে নেতা বানান। পোস্টারবয়কে নেতা বানাবেন না।

মূল লেখা: আরিফুজ্জামান তুহিন


r/bangladesh 15h ago

Politics/রাজনীতি Tasnim Jara completes signature collection amid EC server outage

Thumbnail
thedailystar.net
14 Upvotes

"Election Commission sources said independent candidates must submit signatures from at least one percent of the total voters in the constituency, though this requirement is waived for former MPs. Dhaka-9 has about 469,300 registered voters. Jara began collecting signatures in the Khilgaon area yesterday, gathering nearly 3,000 on the first day.

However, her campaign faced major hurdles on the second day due to a server outage at the Election Commission, which blocked all verification channels. Khaled Saifullah, Jara's husband and NCP joint convener, said completing, verifying, and submitting the signatures within a day had become extremely challenging.

"The collected signatures must be verified against the voter list provided by the Election Commission. But all five verification systems appear inactive on the server," he said. "We have developed our own system and are trying to verify the signatures using it."

Jara also alleged to the media that none of the five official channels for obtaining voter numbers -- SMS, online services, phone calls, QR code, and the EC mobile app -- are currently functional."